পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলার ভূমিহীন ও গৃহহীন ২১ পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর ও জমি পেয়েছেন।
সারা দেশের ন্যায় একযোগে মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন।
উপজেলা পরিষদের হলরুমে মঙ্গলবার সকালে কালুখালী উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূর্বণা রানী সাহা, কালুখালী থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মৃগী ইউপি চেয়ারম্যান এমএ মতিন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত ফকির সহ উপকারভোগী ২১ টি পরিবারের প্রতিনিধিগণ ঘরের চাবি ও দলিল বুঝে পান।