Newsun24

Most Popular Newsportal

ধর্ম রাজবাড়ী

কালুখালীতে দারুন-নাজাত মাদরাসায় ইফতার মাহফিল

রাজবাড়ীর কালুখালীতে উপজেলার কালিকাপুর ইউপির সাতোটায় দারুন-নাজাত এতিমখানা ও মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন যুগ্ম জেলা জজ নড়াইল ও অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আকরাম হোসেন। এসময় তিনি বলেন অত্র এলাকার সকল মানুষের সহযোগীতায় এই এতিমখানাটি এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে ছেলেরা সুন্দরভাবে কোরআন শিক্ষায় শিক্ষিত হচ্ছে। বর্তমান মাদরাসায় ৩ জন শিক্ষক, নাজেরা বিভাগে ৩০ জন, হেফজ বিভাগে ০২জন এবং ৩৫ জন নূরানী বিভাগে ভর্তি আছে।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী (মবি), কালিকাপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন বাচ্চু, গোতমপুর জামে মসজিদের খতিব মাওঃ আবুল কালাম আজাম, অত্র মাদরাসার মুহতামিম আহম্মেদ শরীফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া দরবার শরীফের পীরজাদা মাওঃ মোস্তফা সিরাজুল কবির। ইফতার পরবর্তী মাদরাসার ছাত্রদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাক বিতরণ করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!