রাজবাড়ীর কালুখালীতে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে ১৪২৯ বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১৪ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা আশপাশ রাস্তা পদক্ষিন করে র্যালী পরবর্তী উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল হোসেন, ওসি (তদন্ত) মোঃ আব্দুল গণি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন রানা চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক দেবাশীষ সাহার সঞ্চালণায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবশেন করেন বিশ^জিত বিশ^াস ও কেয়া সাহা সহ অন্যান্য শিল্পীবৃন্দ।