রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডটকম:
রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের তিন বছর মেয়াদী আংশিক কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (২৭ মার্চ) সাড়ে ৯টার পর উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী (মবি) ও যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতি হিসেবে মোঃ খলিলুর রহমান, সহ-সভাপতি হিসেবে মোঃ ইশান আলী মোল্লা, মোঃ সাবু আলী খান, মেহেদেী হাসান অঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (মিজান), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মিরাজ মোল্লা, আবেদ আলী ব্যপারী (শরিফ), মোঃ রাসেল শেখ, মোঃ নুর আলম, সাংগঠনিক সম্পাদক হিসেবে রাশিদুল হোসেন বাপ্পা, রজব আলী ও আনোয়ার হোসেন কে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে রবিবার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রতনদিয়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।