স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর কালুখালী প্রেস ক্লাবের সভাপতি যায়যায়দিন পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফজলুল হকের পিতা মো. আব্দুল জলিল সরদার বিকেল ৫.৪০ মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।তিনি দীর্ঘদিন ধরে বার্ধকজনিত কারনে ভূগছিলেন। ৬ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
মরহুমের ২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নিজ গ্রাম পাকশিয়া সরদার বাড়ী মসজিদের সামনের মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
সাংবাদিক ফজলুল হকের পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন কালুখালী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সহ রাজবাড়ী জেলা ও কালুখালী উপজেলার সাংবাদিকবৃন্দ।