ভোজ্যতেল সহ নিত্যপণ্যের ভ্যাট কমাতে এনবিআরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, তেলের আমদানি ভ্যাট ১৫% যেটা আছে সেটা কতটা কমিয়ে আনা যায় সেটা খতিয়া দেখতে হবে।
সোমবার (১৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।