Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীর মদাপুরে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু কে সংবর্ধনা প্রদান

রাজবাড়ীর কালুখালীতে মদাপুর ইউপির নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু কে সংবর্ধনা প্রদান করেছে শ্রী শ্রী রাজ রাজেশ^র ঠাকুরের মন্দির পরিচালনা কমিটি।

শনিবার (৫ মার্চ) দুপুরে মন্দির প্রাঙ্গনে নবগঠিত মন্দিরের নতুন কমিটির সভাপতি নরেশ চন্দ্র প্রামানিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। এসময় তিনি বলেন, আমি এই মাটির সন্তান। আপনাদের কোলে পিঠে চড়ে আমি বড় হয়েছি। মদাপুরে আমরা হিন্দু-মুসলিম একসাথে বসবাস করি। আপনাদের নিরাপদে রাখতে আমি কাজ করে যাবো। ধর্ম-বর্ণ নির্বিশেষে শ্রী শ্রী রাজ রাজেশ^র ঠাকুরের এই মন্দিরকে একটি নিরাপদ ধর্ম উপাসনালয় হিসেবে গড়ে তুলতে আমি কাজ করছি। দেশে ও দেশের বাহিরে থেকে যারা এই মন্দিরে আসবেন তাদের জন্য আমার ইউনিয়ন পরিষদে ২টি রুম আমি থাকার জন্য ব্যবস্থা রেখেছি। রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর সুপরামর্শে মদাপুর ইউনিয়নে আওয়ামীলীগকে সুসংগঠিত করতে পেরেছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী অপূর্ব কান্তি সাহার সঞ্চালণায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, মদাপুর ইউনিয়ন বিট পুলিশে বিট অফিসার এসআই মনিরুজ্জামান মুন্সি, এসআই রুপম চন্দ্র সরকার, কালুখালী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রনজয় বসু, সাধারণ সম্পাদক যাদব কুমার দত্ত, ইউপি সদস্য মদন কুমার প্রামানিক প্রমূখ বক্তব্য রাখেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!