শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার দুপুর ২টায় বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঈদগাহ ময়দানে বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর আলী মোল্লা (আদু) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের, আওয়ামী যুবলীগের রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহবায়ক আবুল হোসেন শিকদার, রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শওকত হোসেন, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ^াস, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান মোল্লা, সাধারণ সম্পাদব আব্দুর রশিদ। বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আঃ করিম মোল্লা, কালুখালী উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী (মবি), যুগ্ম আবায়ক সোহেল আলী মোল্লা, কালুখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন, কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন ও সাধারণ সম্পাদক সাগর মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ যুবলীগ বাংলাদেশ আওয়ামীলীগের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। বিগত দিনে যারা দলের সাথে ছিলেন। দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সুযোগ্য পুত্র আশিক মাহমুদ মিতুল এর হাতকে শক্তিশালী করতে কাজ করেছেন তারাই এই কমিটিতে পদ পদবী পাবেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাজবাড়ী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন শিকদার বলেন, আপনারা যারা পদ প্রত্যাশী তাদের জীবন বৃত্তান্ত রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম দেখবেন। তারপর তিনি যাকে পদ দিবেন তিনিই পদ পাবেন। আমরা তার পরামর্শ নিয়ে অতি দ্রæত কমিটি ঘোষণা করা হবে।