কালুখালী প্রতিনিধি:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ২১ শে ফেব্রæয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আকামত আলী মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারজানা ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মো. আঃ গণি, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার, সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রদীপ কুমার, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন রানা চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে রাত ১২ টা ১ মিনিটে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী সহ পুষ্পমাল্য অর্পণ সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।