বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) এর আয়োজনে রাজবাড়ীতে ২ দিন ব্যাপী শিশু ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন প্রকল্পের আওতায় রাজবাড়ী সার্কিট হাউজে রাজবাড়ী জেলার সাংবাদিকদের জন্য এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ ফেব্রæয়ারী) বিকাল ৪টায় সমাপনী দিনে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) এর পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) মোহাম্মদ আফরাজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ ইমদাদুল হক বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বক্তব্য রাখেন।
সমাপনী দিনে অতিথিবৃন্দ জেলার ৩০ জন সাংবাদিকদের মাঝে সনদ প্রদান করা হয়।
সাংবাদিকদের শিশু ও নারী বিষয়ে তথ্যসমৃদ্ধ রিপোর্টিং- এ দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) এর পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) মোহাম্মদ আফরাজুর রহমান, রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ।