রাজবাড়ীর কালুখালীতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থ বছরের বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ এর আর্থিক সহায়তায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ কিন্ডার গার্টেন, শিক্ষক-কর্মচারী, পুস্তক ব্যবসায়ী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্রছাত্রী সহ মোট ১৪৬ জনের মাঝে ২ লাখ ৯২ হাজার টাকার এককালীন এ অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসর মোঃ আব্দুর রশিদ এছাড়াও শিক্ষকদের পক্ষে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি একেএম শওকত আলী খান প্রমূখ বক্তব্য রাখেন।