রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম এর বড় ভাই ইসহাক আলী মোল্লার ইন্তেকাল। ইন্নানিল্লানি ওয়া ইন্না ইলাহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। পারিবারিক সূত্রে জানাযায় গত রবিবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি অসুস্থ্য হলে তাকে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে সোনাপুর মোড় পৌছালে পথেমধ্যে হৃদক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
পরদিন জোহর বাদ উপজেলার বোয়ালিয়া ইউপির পাকশিয়া গ্রামে তার নিজ বাড়ীর মসজিদ প্রাঙ্গণে মোঃ মাসুম বিল্লার ইমামতিতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন কার্য সম্পন্ন করা হয়।
জানাযা নামাজ পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, অধ্যক্ষ নুরুল ইসলাম হেলাল, মরহুমের ছোট ভাই মোঃ সামছুল আলম, রেলস্টেশন জামে মসজিদের ইমাম হাফেজ মুক্তার হোসেন, ইমাম হাফিজুর রহমান অন্যান্যের মধ্যে বোয়ালিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকারিয়া মান্নান সরদার, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আঃ রশিদ এছাড়াও রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ, মোঃ আনোয়ার হোসেন, জিয়াউর রহমান জিরু, হাজী আব্দুস সাত্তার মন্ডল, ইউপি সদস্য বিষু মন্ডল, মোঃ লুৎফর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দাফন কার্য শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওঃ নুরুল ইসলাম হেলাল। মরহুম তার অগচরে স্ত্রী তিন পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।