বন্ধন জার্নালিস্ট এসোসিয়েশন গুনিজন সম্মাননা পেলেন কালুখালীর নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বন্ধন জার্নালিস্ট এসোসিয়েশন বন্ধন গুনিজন সম্মাননা-২০২১ পেয়েছেন রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম।
গত শুক্রবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আঃ ওহাব মিয়া পাবলিক লাইব্রেরী মধুবনে বিকালে অনাড়ম্বর অনুষ্ঠানে এ গুনিজন সম্মাননা গ্রহন করেন তিনি।
এসময় বন্ধন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক আমার সংবাদ এর মধুখালী উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান সরদার এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে মধুখালী থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, প্রধান আলোচক দৈনিক আমার সংবাদ পত্রিকার মফস্বল সম্পাদক এসএম হাবিবুর রহমান (মহব্বত), উপজেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কবির সরদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মধুখালী উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আজাদ হুমায়ুন কবির সহ বিভিন্ন জেলার ৪০ জন গুনি ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়।