রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য সহ শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডল, সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন বিপুল সহ উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বিকল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথ বাক্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সকল সদস্যবৃন্দ।