রাজবাড়ী জেলাধীন কালুখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২১ উদযাপনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলা চত্ত¡রে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন পরবর্তী উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেক এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন, শুভেচ্ছা বক্তব্য রাখেন কালুখালী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরীর সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, থানা অফিসার ইনচার্জের পক্ষে এসআই রুপম কুমার সরকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শরৎ চন্দ্র বিশ^াস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ এছাড়াও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ফাতেমা পারভীন ও আজিজুল ইসলাম শাহ আজিজ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন বলেন, একটি দেশকে উন্নত বিশে^ মাথা উচু করে দাড়াতে হলে দূর্নীতি শূণ্যের কোটায় নামিয়ে আনতে হবে। আমাদের দেশে আগের তুলনায় বর্তমানে দূর্নীতি কমেছে। তবে এটি একেবারে শেষ করতে হবে। তবেই হবে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।