রাজবাড়ী জেলাধীন কালুখালীতে শান্তিপূর্ণ ভাবে সারা দেশের ন্যায় একযোগে ৩টি কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা ২০২১ শুরু হয়েছে।
এ বছরে উপজেলার কালুখালী সরকারী কলেজ কেন্দ্রে প্রথম দিনে পদার্থ বিজ্ঞান ১ম পত্র বিষয়ে ১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১২ জন অংশগ্রহণ করে। হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসা কেন্দ্রে কোরআন মাজিদ বিষয়ে ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৬ জন অংশগ্রহণ করে এবং মৃগী শহিদ দিয়ানত ডিগ্রী কলেজ কেন্দ্রে পদার্থ বিজ্ঞানে ১ম পত্র বিষয়ে ৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে ১১.৩০ ঘন্টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন সার্বিক দায়িথ্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন, ম্যাজিস্ট্রেট হিসেবে মোঃ আসাদুজ্জামান
এছাড়াও কালুখালী সরকারী কলেজ কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম, হল সুপার সহকারী অধ্যাপক হারুণ-অর-রশিদ, হোগলাডাঙ্গী মাদরাসা কেন্দ্রে কেন্দ্র সচিব অধ্যক্ষ আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, হল সুপার মাওঃ নুরুল ইসলাম হেলাল ও মাওঃ লুৎফর রহমান এবং মৃগী শহিদ দিয়ানত কলেজে কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আয়ুব আলী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সহকারী কৃষি কর্মকর্তা সুজিত কুমার নন্দী এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন কর্মরত ছিলো।