রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ১ ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা দিবস পাালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আকামত আলী মন্ডলের সভাপতিত্বে র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন শহিদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সকল মুক্তিযোদ্ধাদের ৩৬৫ দিন সম্মান প্রদর্শন করে বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জীবন মান নিয়ে সম্মানের সাথে চলতে পারে সে ব্যপারে সরকার সে ব্যপারে সচেষ্ট উল্লেখ করে বলেন কোনো মুক্তিযোদ্ধা অযতœ অবহেলায় থাকতে দেওয়া হবে না। আপনাদের যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করবেন।