Newsun24

Most Popular Newsportal

জাতীয় রাজবাড়ী

কালুখালীতে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে ডিসি এসপির মতবিনিময় সভা

রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় কালুখালী সরকারী কলেজের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। কালুখালী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম এর সঞ্চালণায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান, কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, আসন্ন ২৮ তারিখের নির্বাচন সকল ভয় ভিতির উর্ধে রেখে ভোটারদের ভোটগ্রহণ করার সুযোগ করে দেওয়া হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ব্যলটের দিকে তাকাবে, অবৈধ ভোটের চিন্তা করবে তাদেরকে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে আইনের সোপর্দ করা হবে। কোনো অবস্থাতে কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। ভোটারদের পছন্দের ব্যক্তিকেই গোপনীয়তার মাধ্যমে ভোট প্রয়োগ করার সর্বোচ্চ সুযোগ প্রদান করা হবে।

 

রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণের দিন সাধারণ ভোটারবৃন্দ যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাকে তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনার রেফারী আমরা তার নেতৃত্বে কাজ করবো। আমার হাতে বাশি, হলুদ কার্ড, লাল কার্ড রয়েছে। যাকে মনে করবো হলুদ কার্ড দিবো, যাকে প্রয়োজন লাল কার্ড দিয়ে বের করে দিবো। মাঠে কাউকে খেলতে দেওয়া হবে না। ভোট ভোটের গতিতে হবে। কেউ এসে বলতে পারবেন না আমি আওয়ামীলীগের সমর্থিত তিনবারের চেয়ারম্যান আমাকে একটু সুযোগ দিন। এই সুযোগ বর্তমান সময়ে নেই। বর্তমান সরকার বদ্ধপরিকর স্থানীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করবো।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আসন্ন ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সকল ভোটারগণ স্বতস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আইন শৃঙ্খলা বিষয়ে প্রশাসন বলিষ্ঠ ভূমিকা পালন করবে। নির্বাচনে মাঠে স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব, পুলিশ, আনসার বাহিনীর সদস্যবৃন্দ দায়িত্ব পালন করবেন।

 

এসময় ৭ইউপির সকল ইউপি চেয়ারম্যান, দুইজন সংরক্ষিত আসনের সদস্য ও চারজন সাধারণ সদস্য বক্তব্য প্রদান করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!