রাজবাড়ীর কালুখালীতে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার (রতনদিয়া, মাজবাড়ী ও মদাপুর) মোঃ আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ও রিটার্নিং অফিসার (মৃগী ও সাওরাইল) মোঃ জিল্লুর রহমান ও উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং অফিসার (বোয়ালিয়া ও কালিকাপুর) তিলোক কুমার ঘোষ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন বলেন, সকলের প্রতি বিশ^াস ও আস্থা রেখে বলছি কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করবেন না সেই সাথে অপর প্রার্থীকে কোনো ধরনের ক্ষতি না করার অনুরোধ করছি।
অন্যান্য বক্তারা আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে সকল প্রার্থীদের আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ে অবগত থেকে প্রচার প্রচারণা চালানোর জন্য অনুরোধ করেন। এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপক্ষে হবে এবং যার ভোট সে যাকে খুশি তাকেই দিতে পারবেন সে ব্যবস্থা করা হবে বলে সকলকে আশ^স্ত করেন।