Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীর ৭টি ইউপি নির্বাচনে ৩৬৭ জন প্রার্থীর মনোনয়ন ফরম বাছাই সম্পন্ন

 

আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন (৩য় ধাপ) এ রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নে ৯১ টি পদের বিপরীতে ৩৬৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা প্রদান করেছেন। তাদের জমাকৃত মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে সকলের মনোনয়ন বৈধ হয়েছে বলে জানান কালুখালী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আজিজুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসার (রতনদিয়া, মাজবাড়ী ও মদাপুর) উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম, (মৃগী, সাওরাইল) উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, (বোয়ালিয়া, কালিকাপুর) উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ এর অফিস কক্ষে যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।

৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৭৫ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৬২ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাইয়ে বৈধ হয়েছে।

এসময় রির্টানিং অফিসারবৃন্দ আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষ হবে বলে উপস্থিত সকল প্রার্থীদেরকে আইন শৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!