কালুখালী প্রতিনিধি:
আসন্ন ২৮ নভেম্বর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনরায় মনোনয়ন ফরম রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়েছেন কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাব।
সোমবার দুপুরে তার প্রস্তাবকারী আবু জাফর মিয়া ও সমর্থনকারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন বাচ্চু কে সাথে নিয়ে তিনি এ মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তিনি বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী। বিগত দিনে তিনি দুই বার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে এলাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন এবং ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন।
মনোনয়ন ফরম জমা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বিগত দিনে আমি আমার ইউনিয়নবাসীর বিপুল ভোটে পরপর দুইবার নির্বাচিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারও দল আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার ইউনিয়নের জনগণের প্রতি আস্থা রেখে শতভাগ বিজয়ী হবো বলে আশা করি।