কালুখালী প্রতিনিধি:
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় উপজেলার ৫নং মাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আজিজুল ইসলাম এর নিকট জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ ইউসুফ হোসেন।
সোমবার বিকেলে তার প্রস্তাবকারী সহকারী অধ্যাপক মোঃ সায়েদুল আমিন শাহীন ও সমর্থনকারী মোঃ রফিকুল ইসলাম কে সাথে নিয়ে তিনি এ মনোনয়ন ফরম জমা দেন। এসময় খোন্দকার মিজানুর রহমান, মোঃ জামাল মিয়া, রফিকুল ইসরাম বাবলু, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, মিজানুর রহমান ও পলাশ মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তিনি মনোনয়ন ফরম জমা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমি মাজবাড়ী ইউনিয়নের ৫ বারের নির্বাচিত ইউপি সদস্য। দীর্ঘদিন ধরে মানুষের সেবায় কাজ করছি। এবার আমার ইউনিয়নবাসীর অনুরোধে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। ইউনিয়নবাসীর উপর আস্থা রেখে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে আমি নির্বাচিত হবো বলে আশা করি।