রবিবার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও উপজেলা কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
কালুখালী উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশের অবস্থান বিশ্বের কাছে বিস্ময়কর। আমাদের এই অর্জনকে টিকিয়ে রাখতে হবে। আগামী শীত মৌসুমে করোনার ঝুকি বাড়তে পারে। এজন্য আমাদের সবাইকে আগে থেকেই সতর্ক হতে হবে। কালুখালী কৃষি সমৃদ্ধ একটি উপজেলা। পেঁয়াজসহ বিভিন্ন কৃষি ফসলের জন্য কালুখালীর সুনাম রয়েছে। সামনে পেঁয়াজ আবাদের মৌসুম শুরু হবে। এসময় কেউ যেন রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে তিনি বাল্য বিবাহের ব্যপারে উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থানে থেকে বন্ধ করার দিক নিদের্শনা প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো , উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, সমাজসেবা অফিসার জিল্লুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভার পর জেলা প্রশাসক দিলসাদ বেগম উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অফিস, মদাপুর ইউনিয়ন ভ‚মি অফিস, মদাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও নশরতশাহী আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন।
এছাড়া জেলা প্রশাসক দিলসাদ বেগম কালুখালী উপজেলার গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ, বাইসাইকেল বিতরণ, ৩৩৩ নাম্বারে কল করে সাহায্য প্রার্থীদের খাবার প্যাকেট বিতরণ, সমাজসেবা অফিসের চিকিৎসা অনুদানের চেক বিতরণ, বিনা সুদে ঋণ এর চেক বিতরণ, শিশু খাবারের প্যাকেট বিতরণ, নশরতশাহী আশ্রায়ন প্রকল্পের খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করেন।