রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে নৌকার পক্ষে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন তাকে বিজয়ী করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। কোনো ভাবেই নৌকার বিপক্ষে যাওয়া যাবে না। আর যদি কোনো নেতাকর্মী নৌকার বিপক্ষে অবস্থান নেয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার বিকেল ৪টায় কালুখালী উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর সুযোগ্য পুত্র আশিক মাহমুদ মিতুল টেলিকনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন।
কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন এর সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, অন্যতম সদস্য জামির হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাগর মন্ডল, সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন বিপুল, আইনাল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন, দপ্তর সম্পাদক মিলন হোসেন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।