রাজবাড়ীর কালুখালীতে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
ঘটনার বিবরণে জানাযায়, সোমবার দুপুরে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর হাইওয়ে রোডের পাশে গেদন মন্ডল এর পুকুর পাড়ে নবজাতক এর লাশ দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়।
এ ব্যপারে কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান জানান, সংবাদ পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের সুরত হাল রিপোর্ট করে রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এর প্রকৃত রহস্য উৎঘাটনের চেষ্টা অব্যহত আছে।
কালুখালীতে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার