নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বিশাল একটি কেক কাটা, দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিউর রহমান নবাব এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, আঃ করিম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আকামত আলী মন্ডল, মোঃ আব্দুল খালেক মাষ্টার, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান হালিমা বেগম, মৃগী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর, আওয়ামীলীগ নেতা ইউসুফ হোসেন, লুৎফর রহমান মোল্লা, মোঃ বদর উদ্দীন সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সহ-সভাপতি শিহাব উদ্দীন বিপুল, আশরাফুল ইসলাম ও শাওন মাহমুদ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর পক্ষ থেকে ১৫০০ টি ফলজ ও ঔষুধী গাছের চারা উপজেলার ৭টি ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।