Newsun24

Most Popular Newsportal

খেলাধুলা

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

আগামী ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। তার আগে গতকাল শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করে সেলেসাওরা।

সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের সূচিতে ইংলিশ লিগের ৯ ফুটবলারকে দলে নিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। কিন্তু তাদের কাউকেই পাননি তিনি। খেলতে হয়েছে ইংলিশ ক্লাবের ফুটবলারদের ছাড়াই।

এবারও যে ইংল্যান্ড থেকে আসা ফুটবলারদের কোয়ারেন্টাইন ঝামেলা কেটে গেছে, তা নয়। তবু সেই আশা নিয়েই মূলত ইংল্যান্ডে খেলা ৮ ফুটবলারকে নিয়ে দল গড়েছেন তিতে। লিভারপুলের ২, ম্যানচেস্টার সিটির ২, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার ও লিডস ইউনাইটেডের একজন করে খেলোয়াড় দলে নিয়েছেন তিনি।

আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে ব্রাজিল। এর তিন দিন পর তারা খেলবে কলম্বিয়ার মাঠে। আর ১৪ অক্টোবর এ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে খেলবে উরুগুয়ের বিপক্ষে। এখন পর্যন্ত আট ম্যাচ খেলে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল, ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), গুইলেরমো আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), এমারসন রয়্যাল (টটেনহ্যাম হটস্পার), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!