ডেস্ক রিপোর্ট:
চাঁদে জমি কিনতে চান সাংবাদিক মেহেদী হাসান (মাসুদ)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একটি স্টাটাস দেন।
সাংবাদিক মেহেদী হাসান মাসুদ জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকায় বালিয়াকান্দি প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি পরিবর্তন ডট কম এর রাজবাড়ী প্রতিনিধি। ২০১৬ সাল থেকে জাতীয় পত্রিকায় সাংবাদিকতা করেন।
https://www.newsun24.com/news/4784
ফেসবুক স্টাটাসে তিনি লেখেন ‘আমিও চাঁদে জমি কিনবো হাজার পাঁচেক টাকার’। তবে বিষয়টি কেউ কেউ কমেন্টে বক্সে গুরুত্বসহকারে নিলেও হাস্যকর হিসেবে গ্রহণ করেছেন অনেকেই।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর শাহিন আলম এবং শাকিল হোসেন নামে দুই বাংলাদেশী তরুনের চাঁদে জমি কেনার বিষয়টি নিয়ে আলোচনায় আসে। চাঁদের জমি বিক্রি করা মার্কিন নাগরিক ডেনিস হোপের “লুনার এমবাসি’ থেকে মাত্র ৫৫ ডলার দিয়ে এক একর জমি ক্রয় করেছেন বলে দাবী করেন তারা। গত বুধবার সেই জমির দলিলও পেয়েছেন তারা।
চাঁদে জমি কেনার জন্য মার্সিক নাগরিক ডেনিস হোপের ‘লুনার এমবাসি’ সবচেয়ে জনপ্রিয় কোম্পানী। তাদের তথ্য মতে, চাঁদে জমির দাম একর প্রতি ২৪.৯৯ থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় দুই হাজার ১২৫ থেকে ৪২ হাজার ৪৩৭ টাকা।
জানা গেছে, জমি কেনার পর ক্রেতাকে একটি বিক্রয় চুক্তি, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগলিক অবস্থান ও মৌজা-পরচার মতো আইনি নথিও পাঠিয়ে থাকে সংস্থাটি। এ ছাড়া কেউ যদি আরও একটু ব্যয় করে তাহলে তাদের জন্য চাঁদের সম্পূর্ণ মানচিত্র এবং অন্যান্য তথ্যও সরবরাহ করা হয়।
এ বিষয়ে সাংবাদিক মেহেদী হাসান মাসুদ, বলেন, চাঁদে জমি! শুনতেই কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। আমেরিক সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্বের নামিদামি তারকা চাঁদে জমি কিনেছেন। চাঁদের জমি শুনতে বড় কিছু মনে হলেও মূলত সামান্য কিছু টাকা। বাস্তবে না থাকলেও কল্পনারাজ্যে চাঁদের একট টুকরো জমি থাকুক না! এরই মধ্যে তিনি বিভিন্ন মাধ্যমে চাঁদে জমি কেনার বিষয়ে যোগাযোগ শুরু করেছেন বলেও জানান।