নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সাথে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের সিভি সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য আহবান করা হয়েছে।
রবিবার কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন ও সাধারণ সম্পাদক সাগর মন্ডল কর্তৃক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
রতনদিয়া, মাজবাড়ী, মদাপুর ইউনিয়নে ৭ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর, কালিকাপুর-মৃগী ১৬ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর এবং বোয়ালিয়া-সাওরাইল ইউনিয়নের আগ্রহী প্রার্থীগণ ২১-২৪ সেপ্টেম্বর তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান করতে বলা হয়েছে।
এ ব্যপারে কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন বলেন, পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেগুলো বিলুপ্ত করা হয়েছে। সাংগঠনিক শক্তি বাড়াতে এবং নতুনদের সুযোগ দিতে নতুন কমিটি ঘোষণা করা হবে। সেই সাথে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সুযোগ্য পুত্র আশিক মাহমুদ মিতুল এর রাজনৈতিক হাতকে শক্তিশালী করতে কালুখালী উপজেলা ছাত্রলীগ বদ্ধপরিকর।