রাজবাড়ীর কালুখালীতে উপজেলার কালিকাপুর ইউনিয়নে পবিত্র আশুরা উপলক্ষ্যে জাফরপুর এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার জুমার নামাজের পূর্বে মাদরাসার হলরুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো)। তিনি তার বক্তব্যে অত্র মাদরাসার উন্নয়নের জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর মাধ্যমে মাদরাসাটি প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার সেটা বাস্তবায়ন করবেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হোগলাডাঙ্গী এমআই কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মীর মোঃ আব্দুল বাতেন। তিনি বলেন মাদরাসার শিক্ষার্থীদের জ্ঞান বিজ্ঞানের সকল বিষয়ে শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে জঙ্গীবাদ এবং মাদকের বিরুদ্ধে সকলকে সচেতনতামূলক শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীরা ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টাই কোরআন পড়ায় ব্যস্ত থাকে। সর্বশেষ তিনি প্রতিষ্ঠানের বিল্ডিং নির্মাণের ব্যপারে সকলের সাহায্য সহযোগীতা কামনা করেন। অন্যান্যের মধ্যে অধ্যক্ষ মাওঃ লুৎফর রহমান, মাদরাসার মুহতামিম মোঃ ইব্রাহিম খলিল, পরিচালক আকরাম হোসেন, ব্যাংকার মোঃ আব্দুস সামাদ, ইউপি সদস্য আঃ জব্বার জুলু, মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন রসুলপুর দরবার শরীফের খলিফা হযরত মাওঃ আহম্মেদ আলী।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সভাপতি সহ অন্যান্য অতিথিবৃন্দ মাদরাসার তিনতলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।