নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সেবা নিচ্ছেন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে।
নতুন ভোটার নিবন্ধন, স্মার্ট এনআইডি কার্ড প্রদান ও ভোটার স্থানান্তরের জন্য অফিস চলাকালীন সময়ে যে কোনো দিন আসলেই সেবা পাবেন বলে জানান সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম।
গত ২৭ জুলাই তিনি কালুখালী উপজেলা নির্বাচন অফিসারের দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর থেকে নির্বাচন অফিস কে ঘুষ দূর্নীতি মুক্ত রাখতে কাজ করছেন। তিনি বলেন, কোনো সেবা গ্রহিতা নির্বাচন অফিসে এলে সেবা না পেয়ে ফিরে যেতে দেওয়া হবে না। প্রত্যেক মানুষকে সুষ্ঠুভাবে সেবা প্রদান করাই আমাদের কাজ।
উল্লেখ্য তিনি ২০০৯ সালে নির্বাচন অফিসার হিসেবে যোগদান করেন। ইতি পূর্বে তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় নির্বাচন অফিসার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার দেশের বাড়ী নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায়।