স্টাফ রিপোর্টার:
দৈনিক আমার সংবাদ পত্রিকার বর্ষসেরা প্রতিবেদকের সম্মাননা পেলেন মেহেদী হাসান মাসুদ।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত আমার সংবাদের প্রতিনিধি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানে মফস্বল পর্যায়ের সেরা প্রতিবেদকের সম্মাননা স্মারক মেহেদী হাসান মাসুদের হাতে তুলে দেন পত্রিকার সম্পাদক হাশেম রেজা।মেহেদী হাসান আমার সংবাদ পত্রিকার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি।
জানা যায়, আমার সংবাদে কর্মরত সাংবাদিকদের নিকট থেকে প্রকাশিত ১০টি প্রতিবেদন জমা নেয়া হয়। প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করে সেরা প্রতিবেদন বাছাই করে কর্তৃপক্ষ। মেহেদী হাসান মাসুদ হিসাবরক্ষণ বিভাগ নিয়ে ২০১৯ সালে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয়, উপজেলা, জেলা এবং ঢাকার সিজিএ একাধিক তদন্ত কমিটি প্রতিবেদনের সত্যতা পান। পরবর্তীতে দপ্তরটির অভিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীকে শাস্তির আওতায় আনা হয়।
এ প্রসঙ্গে মেহেদী হাসান মাসুদ বলেন, সেরা প্রতিবেদকের সম্মাননা পাওয়ায় আমি খুবই আনন্দিত। এতে করে আরও ভালো ভালো কাজের প্রতি আমার আরও আগ্রহ বেড়েছে, বেড়েছে পেশাগত দায়বদ্ধতা। পেশাগত কাজে দৈনন্দিন যারা আমাকে সহযোগিতা করেন আমি তাদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
সেরা প্রতিবেদকের সম্মাননা পাওয়ায় বিভিন্ন সংগঠন ও সাংবাদিকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।