স্টাফ রিপোর্টার:
দ্বিতীয়বারের মতো দৈনিক আমার সংবাদ পত্রিকার বর্ষসেরা প্রতিবেদক এর সম্মাননা পেলেন মেহেদী হাসান মাসুদ। গত বছরেও তিনি সেরা প্রতিবেদক হিসেবে মনোনিত হয়েছিলেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত আমার সংবাদের প্রতিনিধি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানে মফস্বল পর্যায়ের সেরা প্রতিবেদকের সম্মাননা স্মারক মেহেদী হাসান মাসুদের হাতে তুলে দেন পত্রিকার সম্পাদক হাশেম রেজা।
জানা যায়, আমার সংবাদে কর্মরত ৬ শতাধিক সাংবাদিকের নিকট থেকে প্রকাশিত ১০টি প্রতিবেদন চাওয়া হয়। প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করে সেরা প্রতিবেদন বাছাই করে কর্তৃপক্ষ। মেহেদী হাসান মাসুদ প্রধানমন্ত্রীর ঘর প্রকল্প নিয়ে ‘ঘর দিলেন প্রধানমন্ত্রী টাকা নিলেন সমিতির নেতারা’ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশের পর দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তিদের ঘুষ বাণিজ্যের বিষয়টি প্রমানিত হয় এবং তারা ভুক্তভোগীদের সকল টাকা ফেরত দিতে বাধ্য হন। রিপোর্টগুলো সবমহলে প্রশংসিত হয়।
এ প্রসঙ্গে মেহেদী হাসান মাসুদ বলেন, আমার সংবাদ আমাকে সেরা প্রতিবেদকের সম্মাননা পাওয়ায় আমি খুবই আনন্দিত। গত বছরেও আমি সেরা প্রতিবেদকের সম্মাননা পেয়েছিলাম। কাজের মূল্যায়ন পাওয়ায় পেশাগত দায়বদ্ধতা আরও বেড়েছে। পেশাগত কাজে দৈনন্দিন যারা আমাকে সহযোগিতা করেন আমি তাদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
সেরা প্রতিবেদকের সম্মাননা পাওয়ায় বিভিন্ন সংগঠন ও সাংবাদিকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।