॥ কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি॥
রাজবাড়ীর কালুখালীতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী সহ পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাব এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সার্জেন্ট (অব) আকামত আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক মাষ্টার, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, বদর উদ্দিন সরদার, নির্মল কুমার সাহা, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, অন্যতম সদস্য জামির হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডল সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
পরে বঙ্গবন্ধু সহ তার স্বপরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।