নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে গভীর শ্রদ্ধায় কালুখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকাল ৯ টায় কালুখালী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল ১০ টায় উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডল, সহ-সভাপতি শিহাব উদ্দিন বিপুল, মিজানুর রহমান মিজান, ইমদাদুল হক এমদাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক পারভেজ শেখ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম এছাড়াও ছাত্রলীগ নেতা রবিউল হাসান রবি, আশরাফুল ইসলাম, আসাদুজ্জামান শিমুল, জুয়েল রানা, শামীম আহম্মেদ নূর সহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।