॥কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি॥
রাজবাড়ীর কালুখালীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, দোয়া মোনাজাত, দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কালুখালী উপজেলা নির্বাহাী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো)। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা এছাড়াও অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম সহ অন্যান্যরা।
আলোচনা শেষে দুঃস্থ ও অসহায় ৬জন নারীর মাঝে সেলাই মেশিন ও ৫জন নারীকে ২ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।