॥ কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি॥
রাজবাড়ীর কালুখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপন, স্মৃতিচারণ আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা, বাদ জোহর সকল মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব) আকামত আলী মন্ডল, কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব) আকামত আলী মন্ডল, শিক্ষা অফিসার আব্দুর রশিদ, মাজবাড়ী ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মদাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসতিয়াক হোনে রানা চৌধুরী, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক দেবাশীষ সাহা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।