আগামী ১১ আগস্ট থেকে ৫৭ জোড়া ট্রেন চলাবে রেল কর্তৃপক্ষ। এরমধ্যে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার। টিকিট পাওয়া যাবে অনলাইনে।
নিয়ম মেনে অনলাইনে টিকেট কিনেই স্টেশনে আসতে হবে যাত্রীদের। যথাযথ স্বাস্থবিধি মেনে ভ্রমনের নির্দেশ দিয়েছে রেল বিভাগ।
এবিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, স্বাস্থ্যবিধি মেনে এবারও ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। কাউন্টার বন্ধ থাকবে। পুরোটাই দেওয়া হবে অনলাইনে।
ঘোষণা অনুযায়ী ১১ আগস্ট থেকে খুলবে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস। বাসের পাশাপাশি গণপরিবহন সীমিত পরিসরে ‘রোটেশন করে’ চলাচল করবে।
উল্লেখ, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘কঠোরতম বিধিনিষেধ’ জারি করে সরকার। সে মেয়াদ আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত ‘কঠোরতম বিধিনিষেধের’ মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।