নিজস্ব প্রতিবেদক:
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশালের সাবেক সিভিল সার্জন ডা. এ এফ এম সফিউদ্দিন পাতা।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকার শেখ রাসেল জাতীয় গেস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি মারা যান।
বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. এ এফ এম সফিউদ্দিন পাতা রোটারি ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে রাজবাড়ী জেলার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।