॥কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি॥
রাজবাড়ীর কালুখালীতে অভিনব কায়দায় মোটরসাইকেলে করে ছাগল চুরির ঘটনায় মামলায় ছাগল চোর সহ চোরাই কাজে ব্যবহারিত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ঘটনার বিবরণে কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান জানান, গত ২৫ জুলাই কালুখালী থানাধীন মদাপুর ইউনিয়নের সূর্য্যদিয়া গ্রামের মৃত মমিন মোল্লার পুত্র মোঃ নাদের মোল্লা (৫৯) এর একটি ছাগল মোটরসাইকেল যোগে চুরি করে নিয়ে যায়। পরে তিনি বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৬, তাং-২৫/০৭/২০২১ ইং। মামলা দায়েরের দুই ঘন্টার মধ্যেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আশিকুজ্জামান অভিযান পরিচালনা করে মদাপুর ইউনিয়নের শিবানন্দপুর এলাকা হতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের আশরাফ বিশ্বাস এর পুত্র মোঃ জহিরুল ইসলাম (৩০) কে চুরিকরা ছাগল সহ গ্রেফতার ও চোরাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। সোমবার (২৬ জুলাই) তাকে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়। এই চোর চক্রের সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য এই চোর চক্রটি দীর্ঘদিন ধরে কালুখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল যোগে ছাগল চুরি করে আসছিলো। সাধারণ মানুষের মাঝে আতংকের সৃষ্টি হয়েছিলো। এই চোর আটক হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ বলছেন এর সাথে জড়িত অন্য চোরদের আটক করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।