Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

॥কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি॥

রাজবাড়ীর কালুখালীতে সারা দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে প্রশাসন।

বিনা কারণে বের হলেই জেরার মুখে পড়তে হচ্ছে। গুনতে হচ্ছে জড়িমানাও। উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশের সদস্যরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

গতকাল শনিবার উপজেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন ঘুরে ঘুরে সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করছেন এবং সঠিকভাবে মাস্ক পড়তে বলছেন।

অপরদিকে কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান পুরো থানা এলাকায় টহল টিমের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, মানুষকে সচেতন করতে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে সাধারণ মানুষের সচেতন হতে হবে।

তবে চলমান লকডাউনে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা বলেন, চলমান লকডাউনে আমরা ঋণগ্রস্থ হয়ে পড়েছি। ঋণের টাকায় সংসার চালাচ্ছি। জানি না কিভাবে এই ঋণ পরিশোধ করতে পারবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যদি সম্ভব হয় সকালে অথবা বিকেলে ২-৩ ঘন্টা স্বাস্থ্য বিধি মেনে দোকানপাট খোলার অনুমতি দেওয়ার অনুরোধ করছি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!