নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে পানি নিষ্কাষণে বাঁধা দেওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাজারো কৃষকের ফসল উৎপাদন ব্যহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন অত্র ইউনিয়নের কাওয়াখোলা, দক্ষিণ কুমরীরাজ ও উত্তর কুমরীরাজ মৌজার ৭০০ বিঘা জমির চাষাবাদকৃত কৃষকেরা।
সোমবার (১৯ জুলাই) সরেজমিনে পরিদর্শনে গেলে স্থানীয় সার্জেন্ট (অব.) কামাল হোসেন, তিরফান মোল্লা, রহিম মন্ডল, জয়নাল মোল্লা, মিন্টু মন্ডল, মসলেম মোল্লার সাথে কথা হলে তারা বলেন, বৃহত্তর তিন মৌজার কৃষকেরা এই রাজু বিলে চাষাবাদ করেন। বর্ষা মৌসুমে জলাবদ্ধার সৃষ্টি হলে কাওয়াখোলা টু সরদারপাড়া রাস্তায় অবস্থিত কালভার্ট দিয়ে পানি নিষ্কাষণের ব্যবস্থা ছিলো। তবে কিছুদিন আগে উক্ত কালভার্টের পাশে কামরুল হাসান ও লতিফ মন্ডল স্থাপনা নির্মাণ করে পানি নিষ্কাষণে বাঁধা সৃষ্টি করে। তাদের সাথে যোগাযোগ করে পানি নিষ্কাষণের কথা বলা হলেও কোনো সাঁড়া মেলেনি। বর্তমানে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আমাদের পাট উৎপাদন হয়নি এবং ধান সহ অন্যান্য চাষাবাদ করতে পারছি না।
এ ব্যপারে গত ২৫/০৫/২০২১ ইং তারিখে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার বরারব একটি আবেদন করেছি। কিন্তু সেখান থেকে এখনও কোনো ব্যবস্কভ গ্রহণ করা হয়নি। বর্তমানে আমরা ইউএনও সহ প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি। যাতে করে অতিদ্রুত পানি নিষ্কাষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।