স্টাফ রিপোর্টার:
করোনা রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী সাইফুল ইসলাম।
সারা দেশের ন্যায় রাজবাড়ীর কালুখালীতেও করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শনিবার সকাল ১১টায় কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল এর নিকট এ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। এসময় কাজী সাইফুল ইসলাম এর পক্ষে মিঞা মাহমুদুল হাসান শাহীন ও মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরবর্তী সময়ে যে কোনো প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থাকবেন বলে জানিয়েছেন।