॥কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি॥
রাজবাড়ীর কালুখালীতে ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন কালুখালী থানার এসআই মোঃ আশিকুজ্জামান।
ঘটনার বিবরণে কালুখালী থানা সূত্রে জানাগেছে, শনিবার দুপুর ১ টার দিকে জিআর ৬৪/২০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের আইন উদ্দিন মোল্লার পুত্র বাবুল মোল্লাকে গ্রেফতার করতে গেলে আসামী এসআই মোঃ আশিকুজ্জামানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে কালুখালী থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত আশিকুজ্জামান কে উদ্ধার কারে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মোহাম্মদ আবু জালাল জানান, তার বুকের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।