Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীর কলকলিয়ায় জোড়পূর্বক অন্যের জমিতে ঘর উত্তোলনের পাঁয়তারা

॥কালুখালী প্রতিনিধি॥

রাজবাড়ীর কালুখালীতে উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া গ্রামে অন্যের জমিতে ঘর উত্তোলনের পাঁয়তারা করছে একটি পক্ষ।

ঘটনার বিবরণে ভুক্তভোগী একই গ্রামের মৃত হামছেল মোল্লার পুত্র জুলহাস মোল্লা অভিযোগ করে বলেন, মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া মৌজার ১২৬৭ নং খতিয়ানের ৫৯৭, ৫৯৮ ও ৫৯৯ নং দাগে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ভূমি সার্ভেয়ার মোঃ আবু তালেব মন্ডল জমি মেপে সীমানা নির্ধারণ করে দেওয়ার পরে জোর পূর্বক ঘর উত্তোলনের পাঁয়তারা করছে তার চাচাতো ভাই মৃত সিরাজ মোল্লা’র পুত্র মোঃ মোমিন মোল্লা।

তিনি আরও বলেন, বিগত দিনে মৃগী ইউপি চেয়ারম্যান শালিসী সভার মাধ্যমে সিদ্ধান্ত হয় বিএস ১৩৯১ নং খতিয়ানের ৫৯৭ নং দাগে ০৫ শতাংশ জমিতে আগামী ১৫দিনের মধ্যে মোমিন মোল্লার সকল স্থাপনা সরিয়ে নিবে এবং জুলহাস মোল্লা ভোগ দখল করবে। বিএস ১২৬৭ নং খতিয়ানের ৫৯৮ নং দাগের ০৩ শতাংশ ভোগ দখল করতে পারবে।

এরপর আমি বিল্ডিং ঘর নির্মাণ করতে গেলে বর্তমানে তারা ঘর নির্মাণের মিস্ত্রীদের বিভিন্ন সময় হুমকি, অশ্লীল কথাবার্তা ও নির্মাণে বাঁধা দিচ্ছে এবং আমাদের সেখানে যাতায়াতের জন্য বাঁধা সৃষ্টি করছে। এমতাবস্থায় আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। যাতে আমি আমার ভোগ দখলকৃত জমিতে বাড়ি নির্মাণ করতে পারি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!