পরকীয়ার জের ধরে কুষ্টিয়া কাস্টমস মোড়ে প্রকাশ্যে গুলি করে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকারী প্রেমিক এসআই সৌমেনকে গ্রেপ্তার করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে গেছে।
এসআই সৌমেন খুলনা ফুলতলা থানায় কর্মরত। নিহতরা হলেন-কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা কারিকর পাড়া গ্রামের শাকিল হোসেন (২৮), আসমা খাতুন (২৫) এবং তাদের শিশু সন্তান রবিন (৫)।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই গৃহবধূ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তান ও বিকাশ কর্মী মারা যায়।
এদিকে, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জানা যায় এসআই সৌমেনের সাথে আসমা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। এরই প্রতিশোধ নিতেই এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারছেন না।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।