॥কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি॥
রাজবাড়ীর কালুখালীতে বিদ্যুতের শর্ট সার্কিটে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত কৃষক উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মশুরিয়া গ্রামের আজাহার মন্ডল এর পুত্র হারুণ মন্ডল (৪৫)।
নিহতের পিতা আজাহার মন্ডল জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘরের মধ্যে পিঁয়াজের মাচায় পিঁয়াজ নামাতে যান। অনেক সময় অতিবাহিত হলেও নিচে নেমে না আসায় পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে উপরে উঠে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। পিঁয়াজের মাচায় বৈদ্যুতিক লাইনের তার ছিলো।
নিহত হারুণ মন্ডল মৃত্যুকালে এক স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।