শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে দেশের বেসরকারী স্বনামধন্য ব্র্যাক ব্যাংক এর রতনদিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (৯ জুন) বেলা ১২টায় রতনদিয়া বাজারের এসবি সুপার মার্কেটের ২য় তলায় কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো) এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, ব্র্যাক ব্যাংক রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, ব্র্যাক ব্যাংকের টিম লিডার মঞ্জুর রশিদ প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো) বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল এই এজেন্ট ব্যাংক। সাধারণ মানুষের সেবায় ব্যাংক এখন আপনার হাতের মুঠোয়। এজেন্ট ব্যাংকে টাকা লেনদেন করা ব্যাংকের শাখার মতোই নিরাপদ।