রাজবাড়ীর কালুখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ এর খেলা অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন কালুখালী এর আয়োজনে সকাল ৯ টায় রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো)। এসময় অন্যান্যের মধ্যে কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন চৌধুরী (রানা), রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোছাঃ হালিমা বেগম, মদাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা, মৃগী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খেলায় ৭টি ইউনিয়নের মধ্যে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় রতনদিয়া ইউনিয়ন পরিষদ এবং রানার্সআপ বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ। সর্বোচ্চ গোলদাতা হিসেবে ইকবাল খান এবং সেরা খেলোয়ার হিসেবে রাকিবুল ইসলাম পুরস্কার প্রাপ্ত হন।