বিনোদন প্রতিবেক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
দীর্ঘদিন বন্ধ থাকার পর ঈদ উল ফিতর উপলক্ষ্যে রাজবাড়ীর কালুখালীতে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির একমাত্র সিনেমা হল স্বাস্থ্যবিধি মেনেে ঈদের ১ সপ্তাহ চালু থাকবে।
সিনেমা হল মালিক মোঃ জালাল আকন জানান, রীতি মতো দিনে চারটি শো চলবে। বেলা ১২ টায়, বিকাল ৩টা, সন্ধ্যা ৬ টা ও নাইট শো রাত ৯টা। সবাইকে অবশ্যই মাস্ক পরিহিত অবস্থায় আসতে হবে এবং মাস্ক পরিহিত ব্যতীয় কোনো টিকিট বিক্রিয় করা হবে না।
বাংলা ছবি দেখুন, চলচিত্র শিল্প কে বাঁচিয়ে রাখুন।